যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলা সত্ত্বেও ন্যাটোর অংশীদার এ দু'দেশের সামরিক বাহিনী ভালভাবেই একসঙ্গে কাজ করে যাচ্ছে। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস একথা বলেন।
ফ্লোরিডায় একটি সামরিক সদরদপ্তর পরিদর্শনকালে ম্যাটিস সাংবাদিকদের বলেন, আমরা অনেক ঘনিষ্ঠ সহযোগিতা, ভাল যোগাযোগ ও সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক আলোচনা বজায় রেখেছি। এক্ষেত্রে কূটনৈতিক বিরোধের কোনো প্রভাব পড়েনি। তিনি জোর দিয়ে বলেন, 'আমরা তুরস্কের সামরিক বাহিনীর সঙ্গে ভালভাবে কাজ করে যাচ্ছি।
গত বছরের ব্যর্থ সামরিক অভ্যত্থানে অভিযুক্ত গ্রুপের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আমেরিকান কনস্যুলেটে চাকুরি করা এক তুর্কি নাগরিককে গ্রেফতার করায় গত সপ্তাহে এ দু'দেশ কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়ে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।