রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে সহায়তা দিতে সম্মত বিশ্বব্যাংক
অর্থনৈতিক রিপোর্টার
মায়ানমার সেনাবাহিনীর নির্যাতনে সে দেশ থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গার জন্য বিশ্বব্যাংকের কাছে যে সহায়তা চেয়েছে বাংলাদেশ তাতে সম্মতি জানিয়ে বিশ্বব্যাংক বলেছে, তারা বাংলাদেশ সরকার, স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের জন্য সহায়তা দিতে প্রস্তুত। গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য দরজা খোলা রেখেছে। তাদের সহায়তা দেয়া বাংলাদেশের জন্য চাপে পরিণত হয়েছে। কারণ, দেশটি এমনিতেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে যাচ্ছে। বিশ্বব্যাংক কি পরিমাণ সহায়তা দেবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে যে সহায়তা কার্যক্রম নেয়া হবে তাতে স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন কর্মসূচির সম্প্রসারণ অন্তর্ভুক্ত থাকবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বার্ষিক সভায় অংশ নিয়েছেন। তিনি রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব ব্যাংককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে সেটা উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান পরিস্থিতি বাংলাদেশের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। তার উপর আবার প্রতিদিন নতুন নতুন রোহিঙ্গা আসছে। বাংলাদেশের মানুষ আসলেই উদার। তার জন্য সরকার কৃতজ্ঞ। কিন্তু আমাদের এখন আন্তর্জাতিক অঙ্গন থেকে মানবিক সহায়তা দরকার। আমরা এখন বিশ্বব্যাংকের সহায়তা চাই।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তার নতুন দ্বারে প্রবেশ করতে পারবে। সংস্থাটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডা) দরিদ্র ও উদ্বাস্তুদের জন্য গঠিত তহবিল থেকে সহায়তা দেবে। বিবৃতিতে দক্ষিণ এশীয় অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এ্যানেট ডিঙ্ন বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। বিশ্বের অন্যান্য দেশগুলোকেও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের পক্ষ থেকে রোহিঙ্গাদের উন্নতির জন্য যতটুটু সম্ভব তার সবটাই আমরা করবো।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।