ওয়ানডে সিরিজের আগে সুখবর পেল বাংলাদেশ। ঊরুর পেশির চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। প্রস্তুতি ম্যাচে হয়তো খেলবেন না। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ানডে সিরিজে খেলতে পারেন শুরু থেকেই। বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলার সময় ঊরুর পেশিতে প্রথম চোট পান তামিম। সেরে উঠে প্রথম টেস্টে খেলার সময় আবার চোট পান। তারপর থেকে অনুশীলনের বাইরে ছিলেন। দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে বসে দেখেছেন দলের বিব্রতকর পরাজয়।
ওয়ানডে সিরিজে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ দেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান। ম্যানগাউং ওভালে বুধবার প্রথমবারের মতো নেটে ব্যাটিং করেন তিনি। ব্যাটিং শেষে ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গে জগিং করতে দেখা গেছে তাকে।
অনুশীলন শেষে দলের ম্যানেজর মিনহাজুল আবেদীন জানান, আগের চেয়ে এখন অনেক ভালো আছেন তামিম। ও আজ নেটে প্রথম ব্যাটিং করলো। কালকের প্রস্তুতি ম্যাচে ওর খেলার ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কাল সকালে মাঠে আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি, ওয়ানডে সিরিজের শুরু থেকেই খেলতে পারবে।
বস্নুমফন্টেইনে বৃহস্পতিবার জেপি দুমিনি-এবি ডি ভিলিয়ার্সে গড়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে খেলবে বাংলাদেশ। রোববার কিম্বার্লিতে হবে প্রথম ওয়ানডে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।