শাহজাদপুরে বিএনপি'র ১০ নেতাকর্মী গ্রেফতার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শাহজাদপুরে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গতকাল বুধবার সকালে বেগম খালেদাজিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা বিএনপি এক বিক্ষোভ মিছিল বের করে মিছিল শেষে নেতাকর্মীরা তাদের কার্যালয়ে প্রবেশ করলে পরে শাহজাদপুর থানাপুলিশ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতাররকৃতরা হলেন, পৌর যুব দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন(৪০) ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (৪০), অন্যান্য কর্মীদের মধ্যে লবু শেখ (৫৫), হাসান আলি (৩৫), মো. রুবেল (২৮), মো. আমিন (৩২), জহুরুল ইসলাম (৩০), নুর ইসলাম (৩৫), মো. সবুজ (৩০) ও মনছুর আলি (২৮)।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার্স ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন গ্রেফতারকৃতরা নাশকতার চেষ্টা করছিলো এ কারনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।