শেরপুরে চাল সবজিসহ নিত্য পণ্যের দাম অস্বাভাবিক
নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের
শেরপুর থেকে জিএইচ হান্নান
শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলার নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীর বাজারে চালের দামে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ অস্বস্তিতে নাভিশ্বাস। তবে মাছের দাম স্বাভাবিক থাকলেও গরু ও খাসীর মাংস ও সবজি দাম বেশ চড়া।
স্বস্তি নেই অন্যান্য নিত্য পণ্যের দামেও। নানা অজুহাতে এসব পণ্যের দাম বাড়ালেও পরবর্তীতে দাম কমার সম্ভাবনা থাকে খুবই কম। এতে করে নিত্য পণ্যের বাড়তি দামে জেলার নিম্ন শ্রেণী শ্রমিক ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে।
ঈদুল আযহার পর থেকেই ক্রমাগত প্রকার ভেদে চালের দাম বেড়ে গরিব নিম্ন আয়ের মানুষের মোটা চাল ৪৮ টাকা কেজি, মাঝারি আটাশ চাল ৫২ টাকা কেজি এবং নাজির চাল ৬২ টাকা দামে বিক্রি হচ্ছে। এ দিকে চাল দাম কিছুটা কমলেও এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে শাক, সবজি ও কাঁচা মরিচের দাম। জেলার সব বাজারে সবজির দাম এমনটাই অগি্ন মূল্যে বেগুনে আগুন ধরেছে প্রতি কেজি ৯০ টাকা, কাকরোল ৭০ টাকা, করলা ৭০ থেকে ১০০ টাকা, গাঁজর ও টমেটোর কেজি ১০০/১২০ টাকা, আলু পূর্বের দাম ২০ টাকা কেজি রয়েছে, পেঁপে ২০ টাকা, মুখী কচু ২৫/৩০ টাকা, পটল ৫০/৬০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, শীতের সবজি ফুলকপি ১০০ টাকা, পাতাকপি ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া ৫০ টাকা কেজি দরের কাঁচা মরিচ প্রতিকেজি ২০০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৭০/৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপর দিকে গরুর মাংস কেজি ৫০০ টাকা, খাসী মাংস ৭০০ টাকা এবং অপরিবর্তিত রয়েছে বয়লার মুরগীর দাম কেজি ১৩০ টাকা, কর্ক মুরগী ১৯০/২০০ টাকা কেজি। সবজি ব্যবসায়ীরা বলছেন শুধু শেরপুর নয় সাবা দেশে সম্প্রতি দু'দফা বন্যার কারণে কৃষক সবজির চাষ করতে পারেনি এ জন্যই সবজির বাজার অগি্নমূল্যে হয়েছে। তবে কার্তিক মাসের প্রথম সপ্তাহের দিকে শীতের সবজি বাজারে উঠতে শুরু করলেও খুব একটা দাম কমার সম্ভাবনা নেই এমনটাই মন্তব্য সবজি ব্যবসায়ীদের।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।