মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার
মেডিকেলে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের ৫ সদস্যকে নতুন পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়েছে।
কতিপয় ব্যক্তির ফেসবুক একাউন্টে প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীর কাজলা, দনিয়া, যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ২টি মোটরসাইকেল ও একটি বিকাশ রেজিস্টার খাতাসহ ২ জনকে আটক করে সিআইডি। এরপর গোপন তথ্যের ভিত্তিতে বাড্ডার আলিফনগর এলাকায়
অভিযান চালিয়ে ৩টি মোবাইল, ২টি ল্যাপটপসহ ৩ জনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- কাউসার গাজী, সোহেল মিয়া, তরিকুল ইসলাম, রুবাইয়াত ও মাসুদুর রহমান। পরে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ধারা ২৩(২), ২৪(২) ও ২৬(২)সহ পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০-এর ৪/১৩ ধারায় মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মালিবাগ সিআইডি'র প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সিআইডি'র অর্গানাইজড ক্রাইম টিমের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, প্রশ্ন ফাঁসকারী এই চক্রের মাস্টার মাইন্ড কাউসার গাজী। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আসল প্রশ্নপত্র ফাঁস করতে না পারায় এখন তারা নিজেরাই ভুয়া প্রশ্নপত্র করছে। পরে সেসব প্রশ্ন বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ১০০ শতাংশ গ্যারান্টি দিয়ে প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের কাছে বিক্রি করত। আর এ কাজে সহযোগিতা করতেন তার বন্ধু সোহেল মিয়া। তিনি অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভুয়া বিকাশ একাউন্ট খোলার মাধ্যমে টাকা লেনদেন করতেন। এ চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের কাজকর্ম করে আসছিল।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।