নীলফামারীতে বিদ্যালয় মাঠে অবৈধ স্থাপনা বন্ধের দাবিতে বিভিন্ন দফতরে অভিযোগ
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী সদরে একটি বিদ্যালয় মাঠে অবৈধভাবে স্থাপনা বন্ধের দাবিতে প্রধান শিক্ষক ও কমিটির সভাপতি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগে জানা যায় যে, নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হওয়ার সময় ঐ এলাকার মৃত অশ্বিনী কুমার রায়, মৃত নরেন্দ্র নাথ রায়, মৃত তৈলক্ষ নাথ রায়, মৃত কাঞ্চন কুমার রায়সহ সকলে মিলে ১ হাজার ২১ দাগে মোট ৮৮ শতক জমি উক্ত বিদ্যালয়ের নামে দানপত্র করেন। ঐ জমি অদ্যাবধি বিদ্যালয়ের দখলে আছে। উক্ত বিদ্যালয়ের তফসিল বর্ণিত জমির সীমানা নির্ধারণ করার জন্য তাদেরকে বললে তাতে তারা বাধা প্রদান করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নীলফামারী সদর, অফিসার ইনচার্জ নীলফামারী সদর থানা ও উপজেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানান এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং ১৩৪৫, তাং ২৫/০৪/১৬ ইং পরে তারা কোর্টে বন্ড দিয়ে আসে। বর্তমানে তারা আবারো সক্রিয় হয়ে উঠেছে এবং ঐ মাঠে অবৈধভাবে স্থাপনা করার জোর প্রচেষ্টা চালাচ্ছে। বিবাদী পার্থ সারথী রায়, ধরনী কান্ত রায় ও তরনী কান্ত রায় গংরা প্রধান শিক্ষক মো. নাছিরুল ইসলামকে বিভিন্ন সময় প্রাণনাশসহ নানা হুমকি দিয়ে আসছে বলে প্রধান শিক্ষক জানান।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।