সাংবাদিক সম্মেলনে অভিযোগ
কারিগরি বোর্ডের এক কর্মকর্তাকে ঘুষ দিয়েও আসন বৃদ্ধি হয়নি পটুয়াখালী কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ পরিদর্শক বিজয় কুমার ঘোষকে দুই কিস্তিতে ৭০ হাজার টাকা উৎকোচ দেয়ার পরও একটি কলেজের আসন বৃদ্ধি করা হয়নি বলে অভিযোগ উঠেছে। আরও দুই লাখ টাকা না দিলে কলেজের নবায়ন ও আসন বৃদ্ধি বাতিল করার হুমকি দিচ্ছেন বলে গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন পটুয়াখালী কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মো. হানিফ উল্লাহ। লিখিত অভিযোগে তিনি বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ পরিদর্শক ও পরিদর্শক পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের তদন্ত প্রতিবেদনের উপরই নির্ভর করে প্রতিটি কলেজের নবায়ন, আসন বৃদ্ধি। আর এই রিপোর্ট দিতে প্রত্যেক পরিদর্শক ও উপ পরিদর্শককে মোটা অংকের ঘুষ দিতে হয়। টাকা না দিলে কোনো মতেই ফাইল ছাড়েন না। এই পদে যারা আছেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে এই লোভনীয় পদটি পেয়ে থাকেন। তাই দীর্ঘ ৪ বছর ধরে একই দায়িত্বে আছেন উপ পরিদর্শক বিজয় কুমার ঘোষ। তিনি ৬ থেকে ৭টি দায়িত্বে একাই বহাল আছেন। বিজয় কুমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেঙ্টাইল, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, এ ছাড়াও ডিপ্লোমা ইন মেডিকেল সার্টিফিকেট কোর্সে শিক্ষাক্রমের শাখা সংযোজন, আসন বৃদ্ধি, নাম স্থান পরিবর্তন ব্যবস্থা কমিটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বিগত ৪ বছর ধরে আসন বৃদ্ধি করে দেয়ার কথা বলে হানিফ উল্লাহর কাছ থেকে ৭০ হাজার টাকা ঘুষও নিয়েছেন বিজয় কুমার ঘোষ। তার বিরুদ্ধে চেয়ারম্যান, সচিব ও মন্ত্রী বরাবর ভুক্তভোগীরা শতাধিক লিখিত অভিযোগ করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি এসব অভিযোগে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, আরও অনেক প্রতিষ্ঠানের ভুক্তভোগীরা।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।