উত্তরায় আগ্নেয়াস্ত্র, গুলি, বিদেশি মদসহ আটক ১
উত্তরা থেকে মাহফুজুল আলম খোকন
রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা ৩নং সেক্টরের ১৩নং সড়কের ৩০নং বাড়িতে অভিযান চালিয়ে আশিকুল কবির রাজন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার বাসা তল্লাশি করে পুলিশ ৬৪ রাউন্ড তাজা গুলি, ইউএস ব্র্যান্ডের ৭.৬ মডেলের একটি বিদেশি পিস্তল, সাত বোতল বিদেশি মদ, ১২০ ক্যান হ্যানিকেন বিয়ার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত এ বাড়িটিতে অবৈধ মদ, বিয়ার বিক্রয় হতো বলে পুলিশের কাছে তথ্য ছিল, তবে অস্ত্রের বিষয়টি জানা ছিলো না। মাদক বিক্রির বিষয়টি আমলে নিয়ে বেশ কিছুদিন যাবত বাড়িটি নজরদারিতে রাখার পর গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালায় উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা। এর প্রেক্ষিতেই সেখান থেকে উক্ত মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক জনতাকে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।