কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপরের ঘোড়াঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে বিনা মূল্যে নাবী রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টি,এম,এ মমিন উপজেলা নির্বাহী অফিসার। প্রধান অতিথি ছিলেন এসএম শামীম হোসেন চৌধুরী উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন আলমগীর হোসেন ভাইস চেয়ারম্যান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সহকারী প্রকৌশলী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রমুখ। কার্যক্রমে সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিস ঘোড়াঘাট, দিনাজপুর। কৃষি অফিসার এখলাছ হোসেন জানান ৩ কেজি বীজ দু'শ জন কৃষককে বীজ ধান দেয়া হয়। তিনি বলেন এই ধান আশ্বিনের ১ম সাপ্তাহ পর্যন্ত লাগানো যায়। অগ্রহায়ণের শেষে কর্তন করা যায়।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।