পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী পৌর মেয়র রুকনুজ্জান রোকনের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত সোমবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার সামনে পৌর কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরগণ মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী পৌর সচিব আবু সাঈদ, প্রকৌশলী আব্দুল মালেক, প্যানেল মেয়র মোহাম্মদ আলী, কাউন্সিলর-কালাচাঁদ পাল, জহুরুল ইসলাম, আব্দুস সাত্তার, রিপন ম-ল, নূরুল ইসলাম, চায়না আক্তার প্রমুখ। বক্তারা আরো বলেন শিগগিরই পৌর মেয়র রুকুনুজ্জামান রুকনের উপর সন্ত্রাসী হামলার বিচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি নেয়া হবে বলে উল্লেখ করেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।