তারাগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে লক্ষাধিক টাকার পেঁপে বাগান কর্তন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে লক্ষাধিক টাকার একটি পেঁপে বাগান কর্তন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের মামুন পাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মোতালেব সরকার একই গ্রামে আতিয়ার রহমান সরকারের ছেলে মমিনুর রহমান সরকারের হুলুর ভাঙ্গা নামক জায়গায় এক বিঘা (৬০ শতক) জমি বর্গা নিয়ে দুই বছর পূর্বে চাষাবাদ করত। ঐ সময় জমির দক্ষিণ পাশ্র্বে পূর্ব পশ্চিম লম্বালম্বিভাবে পাঁচ ফিট জমি উঁচু করে একটি পেঁপে বাগাল লাগান। মোতালেব অভিযোগ করে বলেন, ঐ সময় থেকে শুরু করে পরির্চযা রাসায়নিক সার কীটনাশক উন্নত জাতের ১৫০ পেঁপে চারা (বীজ) রোপণ করি। এতে করে প্রায় খরচের দিক লক্ষ্য না করে ভালো লাভের আশায় পরিচর্যা ও শ্রম দিতে থাকি। বছর খানিক পরে মমিনুর রহমান সরকার বর্গা জমি (৬০ শতক) নিজে চাষাবাদ করার জন্য নিয়ে নেয়। আমাকে বলে পেঁপে বাগান পরির্চযা কর তাতে ভালো ফলাফল আসবে। এদিকে বাগানের ১৫০ পেঁপে চারা দিনে দিনে বড় হতে থাকে। এভাবে প্রেরিয়ে যায় প্রায় দুই বছর। ফল আসা শুরু করে। নতুন স্বপ্নের আমি দিন গুনতে থাকি। বাজারে মোটামুটি প্রায় কুড়ি টাকা দরে বিক্রি হচ্ছে পেঁপে। আশায় বুক বাধি পরিশ্রমের ফল আসতে শুরু করবে আর মাত্র এক মাসের মধ্যে। এরই মধ্যে একই গ্রামের মৃত অহির উরফে গিদালের ছেলে খয়রাত মিয়া ও খলিল মিয়ার সাথে গত বুধবার সন্ধ্যা অনুমান সাত ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এতে করে আমার পরিবারে বাচ্চু সরকার, ইলিয়াছ আলী, উম্মে কুলসুম, আশাদুজ্জামান, আনজিরা, মোজাফ্ফর আলী গুরুতর জখম প্রাপ্ত হয়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসাধীন রয়েছে। পরের দিন বৃহস্পতিবার অনুমান সকাল আট ঘটিকার সময় পেঁপে বাগান আব্দুস সালাম পিতা- আনারুল ইসলাম ইউনুস আলী পিতা- খয়রাত আলী রাসেল মিয়া পিতা- মিজানুর সরকার, বাবু ও সাজু উভয়ের পিতা-মহুবার রহমান, তারাজুল ইসলাম পিতা- অহির গিদাল, খলিল মিয়া ও খয়রাত মিয়ার হুকুমে লক্ষাধিক টাকার পেঁপে বাগান কর্তন করে। মমিনুর রহমান সরকারের কাছে জানতে চাইলে বলেন, কিছু পেঁপে গাছে ফল ধরেছে আর কিছু পেঁপে গাছ মাতড়া। আমি সিদ্ধান্ত নিয়েছি পেঁপে বাগান কেটে ফেলে আম গাছ লাগাবো। পেঁপে গাছ আমার জমিতে ছিল আমি পেঁপে গাছ কাটার নির্দেশ দেই। সয়ার ইউপি চেয়ারম্যান এস.এম মহিউদ্দিন আজম কিরন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ইউনিয়নের মামুন পাড়া গ্রামে ঝগড়া বিবাদের জের ধরে পরিকল্পিতভাবে পেঁপে বাগান কাটার ঘটনা আমি জেনেছি।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।