পাইকগাছায় ৫ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গত সোমবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের নেতৃত্বে মৎস্য দফতরের উদ্যোগে উপজেলার সোলাদানা, বয়ারঝাপা, সোনাখালী, আমুরকাটা ও শিশুতলা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয়-বিক্রয় ও লাইসেন্স না থাকায় চিংড়ি ব্যবসায়ী দেবপ্রসাদ গোলদার, বাবুল গাজী, শিবপদ ম-ল, পরিমল চন্দ্র বাইন ও দীলিপ কুমার ম-লকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন ম-ল ও আল-আমিন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।