শ্রীপুরে নাবালকের জমি প্রতারণা করে রেজিস্ট্রি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে নাবালকের জমি প্রতারণা করে রেজিস্ট্রি করে দখলের চেষ্টা করায় একাধিক ব্যক্তি বাদী হয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের নাবালকের জমি দখলের মহা উৎসব চলছে। নাবালক ও ওয়ারিশদার একাধিক ব্যক্তি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, নাবালক রফিকুল ইসলাম ফকির ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে তার সৎ ভাই, বোন বাড়িভিটার অভিভাবক সেজে বিক্রি করে দেন। পৈত্রিক সম্পত্তি ও বাড়িঘরের দাবিতে স্থানীয় বিচারক, মাতাব্বর এবং প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রশাসনের কাছে ধর্না দিয়েও বিচার পাচ্ছে না। একই বংশের মৃত বাইজিদ ফকিরের পুত্র এতিম রেজাউল করিম ফকির সম্প্রতি একই বংশের হেকমত ফকির, আমজাদ হোসেন ফকির পরিবার গোপনে অন্যত্র বিক্রি করে গরুর খামার তৈরি করছেন। পরে স্থানীয়ভাবে বাধা দিলে নাবালক পরিবার ও এতিম পরিবারকে হত্যাসহ মিথ্যা মামলা দেয়ার হুমকি দিচ্ছে। প্রভাবশালী দখলকারীদের বিরুদ্ধে নাবালক রফিকুল ইসলাম ফকির ও এতিম রেজাউল করিম বাদী হয়ে পৃথকভাবে শ্রীপুর থানার চকপাড়া ফাঁড়ির অফিসার এস.আই মিনহাজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কাজ না করতে বলেন। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বললে এতিম এবং নাবালকের জমি আছে বলে তারা জানান। তদন্তকারী কর্মকর্তা এস.আই মিনহাজ উদ্দিন জানান, কাজ করার জন্য কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে। না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।