কয়েক বছর আগে টেলিভিশনে একটি নাটক দেখেছিলাম। নাটকের অভিনেতা টাকার গরম দেখিয়ে কথায় কথায় বলে বসতেন_ টাকা আমার কাছে কিছু না_ টাকা আমার কাছে তেজপাতা। তখন বিষয়টিকে বারবার হাসি-তামাশার খোরাক বলে মনে করতাম। কিন্তু এখন দেখি বাংলাদেশ নামক রাষ্ট্রটির কাছে টাকা এখন তেজপাতা।
রূপপুরের বালিশ কা-কে পেছনে ফেলে দিয়েছে ফরিদপুর মেডিকেল কলেজের পর্দা। বঙ্গবন্ধুর আমলের কম্বল চুরির ঘটনাকে বালিশ কেনা এবং পর্দা কেনার জালিয়াতি টেক্কা দিতে পেরেছে কিনা জানিনা, তবে চারিদিকে যে হারে লুটপাট চলছে তাতে মনে হচ্ছে টাকার নাম তেজপাতা।
কথায় আছে, এক কান কাটা যায় বনের পথে। আর দু'কান কাটা যায় গাঁয়ের পথে। দুর্নীতিবাজ ও লুটেরাদের আজকাল আর বনের পথে যেতে হয় না, যেতে হয় না গাঁয়ের পথেও। ঢাকা শহরেও নাকি তাদের পোষে না। তারা টাকা জমাচ্ছে লন্ডনে, সুইজারল্যান্ডে, মালয়েশিয়ায়, দুবাইয়ে এবং কেউ কেউ অস্ট্রেলিয়ার সিডনীতে। এদেরই একজন স্বাস্থ্য অধিদফতরের কেরানী। যার স্ত্রীর একাউন্টে দুর্নীতি দমন কমিশন খুঁজে পেয়েছে ২৬৩ কোটি টাকা। অথচ ওই কেরানি তার চাকরি জীবনে মোট বেতন পেয়েছে মাত্র ১৭ লাখ টাকা। বাদবাকি টাকার উৎস কি? এক্ষেত্রে তা জিজ্ঞাসা করার সুযোগ থাকলেও ভিআইপি লুটেরাদের লুটপাট_অনিয়ম সম্পর্কে চিন্তা করাও নিষেধ।
লুটপাট-দুর্নীতি এখন নিয়মে পরিণত হয়েছে। লুটপাটকারীদের প্রশ্রয়দাতার অভাব নেই দেশে। সবাই যেন লুটপাটকারীদের সহযাত্রী।
পুনশ্চ : আজ বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে। তিনি বেঁচে থাকলে লুটপাটকারীদের বিরুদ্ধে জোরালো কণ্ঠে কিছু একটা বলতেন। আফসোস, তিনি নেই!
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।