রায়গঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে এস. এম নজরুল
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঈদগাহ্ মাঠের গাছ কর্তনের পর সন্ত্রাসী ইউপি সদস্য আলীম কর্তৃক সিনিয়র সাংবাদিক নজরুল ইসলামকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সাংবাদিক নজরুল ইসলাম বাদী হয়ে রায়গঞ্জ থানায় আব্দুল আলীমকে আসামী করে একটি সাধারণ ডায়েরী রুজু করেছেন। ডায়েরি নম্বর- ৪০৮, তারিখ ০৯-০৮-২০১৯ইং। প্রতিবাদে ঐ সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানিয়েছে সকল সাংবাদিকবৃন্দ। জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই লক্ষিকোলা দাখিলী মাদ্রাসার সুপার আব্দুল মালেক ও মাদ্রাসার সভাপতি এবং ইউপি সদস্য সন্ত্রাসী আব্দুল আলিম গত সপ্তাহে স্থানীয় ঈদগাহ্ মাঠের পুরাতন ছায়াদানকারি গাছ কর্তন করে।এ ঘটনায় সংশ্লিষ্ট ৯নং ওয়ার্ড আ'লীগের সভাপতি আলহাজ মহির উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ উপজেলা ইউএনও এবং এসিল্যান্ড এর নিকট অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে জাতীয় ও স্থানীয় আঞ্চলিক কয়েকটি পত্রিকায় গাছ কর্তনের সংবাদ প্রকাশ পায়। এ ঘটনার জেরে শুক্রবার সকাল ১০টায় রায়গঞ্জ রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি, জাতীয় মানবাধিকার রায়গঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি, জাতীয় দৈনিক জনতা ও আঞ্চলিক দৈনিক কলম সৈনিক পত্রিকার সিনিয়র সাংবাদিক আলহাজ নজরুল ইসলাম বাড়ির পাশ্র্বে লক্ষিবিষ্ণু প্রসাদ বাজার করতে আসে। এ সময় ঐ ওয়ার্ডের সরাই হাজিপুর গ্রামের ইউপি সদস্য সন্ত্রাসী আলিম সাংবাদিককে লক্ষ্য করে অকথ্য ভাষায় গাল মন্দসহ জনসম্মুখে প্রাণ নাশের হুমকি প্রদান করে। এ সময় ঐ সন্ত্রাসী উচ্চস্বরে আরো বলেন, তিন দিনের মধ্যে হত্যা করে গলা কাটা গুজবে চালিয়ে দিবে বলে জানায়। এ দিকে এই ইউপি সদস্য হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ রুপ নিয়ে, উপজেলা প্রশাসন ওথানা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে আশ্রয়ন প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের বিপরীতে নাম মাত্র কাজ দেখিয়ে সিংহ ভাগ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী সংবাদিক নজরুল ইসলাম জানান ঐ সন্ত্রাসী আলীমের বিরুদ্ধে থানাসহ বিজ্ঞ আদালতে একাধিক মামলা রয়েছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। হত্যার হুমকির বিষয়ে রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকারকে জানানো হলে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান। এ বিষয়ে রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজামান লাবু ও রিপোর্টাস ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস বলেন নানা অপকর্মের হোতা সন্ত্রাসী আলীমকে সাংবাদিকমহল থেকে গ্রেফতারের দাবি জানায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীমুর রহমানের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, ইউপি সদস্য আলীমের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। এ রিপর্োট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।