আমতলীতে কদর বেড়েছে তেঁতুল গাছের খাটিয়ার
ভালো দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা
আমতলী (বরগুনা) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমতলীতে কদর বেড়েছে খাটিয়ার। তেঁতুল গাছের তৈরি এ খাটিয়া ভালো দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। ক্রেতারাও স্বাচছন্দে কিনে নিচ্ছেন।
জানা গেছে, প্রতি বছর পবিত্র ঈদুল আজহা আসলেই কদর বাড়ে খাটিয়ার। ঈদুল আজহার বাকী আর মাত্র ২ দিন। ঈদুল আজহায় পশু কোরবানী করার পরে মাংশ ছাটাই (টুকরা) করার জন্য প্রয়োজন হয় খাটিয়ার। যাতে ধারালো অস্ত্র দিয়ে মাংশ ভালোভাবে ছাটাই করা যায়। সব গাছ দিয়ে খাটিয়া তৈরি করা যায় না। খাটিয়া তৈরি করতে প্রয়োজন তেঁতুল গাছের। তেঁতুল গাছ ছাড়া অন্য গাছ দিয়ে খাটিয়া তৈরি করলে মাংশের সাথে গাছের গুঁড়ি উঠে মাংশের মান নষ্ট হয়ে যায়। তাই ঈদুল আজহা আসলেই তেঁতুল গাছের চাহিদা বেড়ে যায়। কাঠ ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে তেঁতুল গাছ সংগ্রহ করে স্ব-মিলে খন্ড খন্ড করে খাটিয়া তৈরি করে। ব্যবসায়ীরা এক সিএফটি গাছ ৩শ টাকায় ক্রয় করে। এক সিএফটি গাছে ৩/৪ টি খাটিয়া তৈরি করা যায়। ছোট, মাঝারি ও বড় তিন ধরনের খাটিয়া রয়েছে। একটি ছোট খাটিয়া ১শ ৫০ টাকা থেকে ২শ টাকা, মাঝারি ২শ ৫০ থেকে ৩শ টাকা এবং বড় ধরনের খাটিয়া ৪শ থেকে ৫শ টাকায় বিক্রি হচ্ছে। এতে কাঠ ব্যবসায়ীরা ভালোই লাভবান হচ্ছেন। বিশেষ করে কাঠ ব্যবসায়ী ও স্ব-মিলের শ্রমিকরা এ কাটিয়া তৈরি ও বিক্রি করে থাকেন। তবে তেঁতুল গাছ পাওয়া বড়ই দুস্কর বলে জানান ব্যবসায়ীরা। আমতলী পৌর শহরের বটতলা, পুরাতন বাজার, পানি উন্নয়ন বোর্ড এলাকা ও কাঠ বাজারে এ খাটিয়া বিক্রি হয়।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।