বালিয়াডাঙ্গীতে পুষ্টিকর খাবার বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় বেংরোল জিয়াবাড়ি সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গত মঙ্গলবার সংস্থার কার্যালয় চত্তরে গর্ভবতী, প্রসূতি, প্রতিবন্ধী ও পুষ্টিহীন শিশুদের মাঝে বিনামূল্যে ওষুধ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মোর্শেদ কামাল উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, ঠাকুরগাঁও, বিশেষ অতিথি ফিরোজ সরকার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বালিয়াডাঙ্গী, ফারজানা আক্তার, নির্বাহী পরিচালক, উপমা পল্লী উন্নয়ন সংস্থা, মঞ্জুর আলম, সদস্য ৫ নং দুওসুও ইউপি, হামিদুর রহমান, সাংবাদিক খাদেমুল ইসলাম ও বেংরোল জিয়াবাড়ি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হাসান আলী। অনুষ্ঠানে ৮০ জন গর্ভবতী মহিলা ১০ জন শিশু ও ১০ জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এ সময় বক্তারা গর্ভবতী মহিলাদের গর্ভকালীন সময়ে তাদের চেক আপ ও বিশেষ যত্ন নেয়ার জন্য তাদের অভিভাবক ও স্বামীদের অবহিত করেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।