জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু দমনে স্প্রে প্রয়োগ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু দমনে পৌর এলাকায় স্প্রে প্রয়োগ চলছে।
গত বুধবার জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন স্থানে ডেঙ্গু দমনে স্প্রে প্রয়োগ করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ আবদুল মনাফ।
এ সময় পৌর সচিব মোবারক হোসেন, পৌর কাউন্সিলর দিপক গোপ, সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, পৌর কর্মকর্তা রশিদ আলী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।