সোনাতলায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার বেলা ১১টা থেকে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ডেঙ্গুমশা নিধনের জন্য সোনাতলা পৌর এলাকার বিভিন্ন স্থানে হতে ময়লা নিজ হাতে অপসারণ করেন সোনাতলা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন।
এ সময় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ এবং সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু ও সাধারণ সম্পাদক নিপুন আনোয়ার কাজল প্রমুখ।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।