দশমিনায় রবি'র কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
রবি আজিয়াটা লিমিটেডের সেলস ম্যানেজার মো. তৌফিকুল ইসলাম ও আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াদ মিয়ার যোগসাজশে কোম্পানির দেয়া মূল্যবান গিফট, সিম বিক্রির ডিভাইস, স্ক্যানার, ডিএসআর ইনসেপ্টিপ, মাঠ উন্নয়নে বিজনেস প্রমোটর নিয়মানুসারে নিয়োগ না করে বেতন ভাতা আত্মসাৎ ও চুক্তিনুসারে কমিশন না দিয়ে সোহাগ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের প্রায় ৩১ লাখ টাকার ক্ষতি সাধন করেছে এবং তারিখ বিহীন সিল স্বাক্ষরসহ বস্নাঙ্ক চেক নিয়ে উল্টো মিথ্যা মামলা দেয়ার হুমকি ধমকি দিচ্ছে ।
গত বুধবার সকাল ১০টায় দশমিনা প্রেসক্লাবে রবি আজিয়াটার পটুয়াখালী ডিস্টিবিউটর সোহাগ এন্টারপ্রাইজ এর পরিচালক মো. কামরুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা উল্লেখ করেন। লিখিত বক্তব্যে কামরুল আরও উল্লেখ করে তার বাবা বীর মুক্তিযোদ্ধা ও মা শিক্ষিকা (অবঃ)। তাদের জমানো অর্থ এবং বাউফলে বাড়ী বিক্রির সমুদয় অর্থ বিনিয়োগ করে রবি আজিয়াটা লিমিটেডের সাথে ব্যবসা শুরু করেন। সাংবাদিকরা প্রশ্ন করলে মো. কামরুল ইসলাম বলেন, সেলস ম্যানেজার মো. তৌফিকুল ইসলাম ও আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াদ মিয়ার যোগসাজশে আজ আমি সর্বহারা এবং পরিবার পরিজন নিয়ে চলছে আমার মানববেতর জীবনযাপন। এ বিষয় মুঠোফোনে আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনার কোন কিছু জানার প্রয়োজন হলে হেড অফিসে যোগাযোগ করুন। আর আমি যাহা কিছু করেছি কোম্পানির স্বার্থে করেছি।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।