মিডিয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র হানিফ সংকেত। যেমন নাম, তেমনি চেহারা, চলনে বলনে, কথা ও কাজে জাতীয় চেতনা। মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার জুড়ি মেলা দায়। দেশজুড়ে তার সুনাম। শিশু-কিশোর, যুবা বৃদ্ধ প্রত্যেকেরই চেনা নাম। অন্তরের মানুষ যেন 'হানিফ সংকেত'। তোমাকে নিয়ে আজ লিখতে বসে জাতির পক্ষ থেকে জানাই আজ অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা ইত্যাদি।
তিন অক্ষরের ইত্যাদি শব্দটা আজ যেন বাক্যে পরিণত হয়েছে দেশের প্রতিটি বিটিভি দর্শক শ্রোতাদের নিকটে।... বিস্তারিত