ব্যাপক সংস্কারের আহ্বান ইরাকী প্রধানমন্ত্রীর
বাগদাদ থেকে বাসস
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল- আবাদি তার প্রতিদ্বন্দ্বী নূরি আল মালিকির পদ অবলুপ্তসহ রোববার ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন। দুর্নীতি ও নিম্নমানের সেবার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানান। এর আগে ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল সিস্তানি কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এদিকে সংস্কারের যেসব প্রস্তাবনা উঠে এসেছে তার কয়েকটিতে কেবিনেট ও পার্লামেন্টের অনুমোদন লাগবে।