ইরাকে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদ বাতিল হচ্ছে
জনতা ডেস্ক
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি তার সরকারের উপ রাষ্ট্রপতি ও উপ প্রধানমন্ত্রীর পদ দুটি বাতিল করার প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রের অর্থনৈতিক সঙ্কট সামাল দেওয়া এবং দুর্নীতি কমিয়ে আনতে তিনি এই প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে গত শুক্রবার রাতে সরকারের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার নিয়ে একদল বিশেষজ্ঞ ও উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী আবাদি। এরপর রোববার নিজের ফেসবুকে তিনি এই প্রস্তাব প্রকাশ করলেন। ইরাকে তিনজন করে মোট ছয়জন উপ রাষ্ট্রপতি ও উপ প্রধানমন্ত্রী রয়েছে। তার দেওয়া এই প্রস্তাবটি দেশের মন্ত্রিপরিষদ ও পার্লামেন্ট অনুমোদন করার পরই সেটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। তবে তার এই প্রস্তাবের ওপর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।