ইরানের সাথে পরমাণু চুক্তির প্রশংসা মার্কিন বিজ্ঞানীদের
ওয়াশিংটন থেকে বাসস
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা এক চিঠিতে দেশটির বেশ কয়েকজন প্রখ্যাত বিজ্ঞানী ইরানের পরমাণু বিষয়ক চুক্তির প্রশংসা করে একে নিরাপত্তা ক্ষেত্রে বিরাট অর্জন হিসেবে বর্ণনা করেছেন। এসব বিজ্ঞানীর মধ্যে পরমাণু গবেষক ও নোবেল পুরস্কার বিজয়ীরাও রয়েছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। শনিবার লেখা দুপৃষ্ঠার এ চিঠিতে বলা হয়েছে, ইরান চুক্তি মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তাকে এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে পরমাণু বিস্তার রোধ চুক্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। তারা আরো বলছেন, পরমাণু এ চুক্তিতে এমন কঠোর কথাবার্তা রয়েছে যা আগের আলোচিত কোন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে নেই। চিঠিতে মোট ২৯ জন স্বাক্ষর করেছেন। এদের মধ্যে এমন পদার্থবিদ রয়েছেন যারা সামরিক নিরাপত্তা বিষয়ক শীর্ষ পদে কাজ করছেন।