বিতর্কিত তাই কাশ্মিরকে আমন্ত্রণ জানানো হবে না : সারতাজ আজিজ
জনতা ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, দেশটিতে অনুষ্ঠেয় আসন্ন 'কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন'-এর বৈঠকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির বিধানসভার স্পিকারকে আমন্ত্রণ জানানো হবে না। কাশ্মির বিতর্কিত অঞ্চলে হওয়ায় এ আমন্ত্রণ জানানো হবে না বলে জানান তিনি। রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, কাশ্মির একটি বিতর্কিত বিষয় এবং পাকিস্তান সব সময়ে বলছে এ ইস্যু জাতিসংঘ ইশতেহার অনুযায়ী সুরাহা হওয়া প্রয়োজন।
ইসলামাবাদে আগামি ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত স্পিকারদের ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরকে 'বিতর্কিত এলাকা' হিসেবে উল্লেখ করে ওখানের স্পিকারকে আমন্ত্রণ জানায়নি। এদিকে এ সমস্যার সুরাহা করার জন্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে অনুরোধ জানিয়েছে ভারত। প্রয়োজনে অন্য কোনো দেশে এই বৈঠক করা যেতে পারে বলে ভারতের পক্ষ থেকে মতো প্রকাশ করা হয়েছে। এ ছাড়া, 'কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন'-এর আসন্ন বৈঠকে যোগ দেবে বলে আগেই ঘোষণা করেছে ভারত।