মালিতে জিম্মি উদ্ধার অভিযানে ১২ জন নিহত
বামাকো থেকে বাসস
মালির হোটেলে জিম্মি উদ্ধারে যে অভিযান চালিয়েছে সেনাবাহিনী তাতে জাতিসংঘের চার কন্ট্রাক্টরসহ অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে।
একজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি'কে জানান, বিবলস হোটেলে সশস্ত্র বাহিনীর অভিযানকালে সব মিলিয়ে ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন সন্ত্রাসী, পাঁচজন সৈন্য এবং দুজন সাদা ব্যক্তি।
তবে দেশটির সেনাবাহিনীর সিনিয়র এক কর্মকর্তা বলেন, হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে মালির জাতিসংঘ মিশন বলছে, ২৪ ঘন্টার জিম্মি নাটক অবসানে চালানো অভিযানে ইউক্রেনের দুজন, নেপালের একজন এবং দক্ষিণ আফ্রিকার একজন নিহত হয়েছে।
রাজধানী বামাকো থেকে ৬২০ কিলোমিটার উত্তর পূর্বের হোটেলটিতে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটায় বন্দুকধারীরা হামলা চালায় এবং বেশকিছু লোককে জিম্মি হিসেবে আটক করে। সামরিক বাহিনীও হোটেলের চারপাশে অবস্থান নিয়ে তাদের অভিযান শুরু করে। কিন্তু হোটেলের ভেতরে জিম্মি থাকায় অভিযানে তাদের বেগ পেতে হয়। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়েছে।