ফার্গুসনে ব্রাউনের মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে বিক্ষোভ মিছিল
ফার্গুসন থেকে বাসস
ফার্গুসনে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে পুলিশের গুলি করে হত্যার এক বছর পূর্তির প্রাক্কালে শনিবার কয়েকশ লোক বিক্ষোভ মিছিল করেছে।
গত নভেম্বরে ১৮ বছরের ব্রাউনকে হত্যার সঙ্গে জড়িত সাদা চামড়ার পুলিশকে আদালত অভিযুক্ত না করার সিদ্ধান্ত নিলে যেসব সড়কে দাঙ্গা ছড়িয়ে পড়ে সেখানে ব্রাউনের পিতা মাইকেল ও পরিবারের অন্যান্য সদস্যের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রোববারের বর্ষপূর্তির আগের দিন অনুষ্ঠিত এ বিক্ষোভ সকালের দিকে শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যায় সংঘাতে রূপ নেয়। অনেকে ব্যারিকেড ডিঙিয়ে পুলিশ অফিসারদেও মুখোমুখি দাঁড়ায়। তারা উত্তপ্ত শ্লোগান দিতে থাকে। তবে শেষ পর্যন্ত মিছিলটি নরম্যান্ডি হাই স্কুলে গিয়ে শেষ হয় যেখানে ব্রাউন পড়াশুনা করতো।
এদিকে রোববার মিছিলকারীরা ব্রাউনের সম্মানে সাড়ে চার মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ব্রাউনের লাশ সরিয়ে নেয়ার আগ পর্যন্ত রাস্তায় সাড়ে চার ঘন্টা পড়ে থাক। এ কারণে প্রতীকী অর্থে নীরবতা পালনের এ সময় নির্ধারণ করা হয়েছে। চার্চ অভিমুখে মৌন মিছিল ছাড়াও নানা ধর্মীয় আয়োজনে তারা দিনটি স্মরণ করবে। উল্লেখ্য ব্রাউন হত্যাকান্ডের পর ফার্গুসন ছাড়াও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। একইসঙ্গে দেশটিতে বর্ণবাদ সমস্যার প্রকটতাও দৃশ্যমান হয়ে ওঠে।