আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছে। গত শনিবার রাতে এ হামলা চালানো হয় বলে গতকাল রোববার জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
প্রাদেশিক গভর্নর হায়াতুল্লাহ আমিরি বলেছেন, 'শনিবার রাতে খান আবাদ জেলায় এক আড্ডাস্থলে জঙ্গিরা গাড়ি বোমা হামলা চালায়। এতে সরকারপন্থী বেসামরিক বাহিনীর ১৯ সদস্য ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।'
নিহতদের মধ্যে সরকারপন্থী নেতা আব্দুল কাদিরও রয়েছেন বলে জানিয়েছেন তিনি। জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
প্রসঙ্গত, শুক্রবার রাজধানী কাবুলে সেনাবাহিনী, পুলিশ ও ন্যাটো বাহিনীর ওপর শুক্রবার দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৫০ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত এক বছরের মধ্যে দেশটিতে এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর হামলা। এসব হামলার মধ্যে তালেবান দুটি হামলার দায় স্বীকার করেছে।