সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৬ বাঘ শিকারি নিহত
খুলনা প্রতিনিধি
সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ বাঘ শিকারি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। গতকাল বিকেল ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আর নিহতরা সবাই বাঘ শিকারি। তারা বনে বাঘ হত্যা করে। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র ও বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে। তবে বাঘের চামড়ার সংখ্যা এখনও নিশ্চিত করে জানাতে পারেননি ওসি হরেন্দ্র নাথ।