জাতীয় পার্টিতে ফিরলেন ববি হাজ্জাজ
স্টাফ রিপোর্টার
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ববি হাজ্জাজকে জাতীয় পার্টিতে ফিরিয়ে নিলেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গতকাল রোববার তাকে নিজের বিশেষ উপদেষ্টার পদে পুনর্বহাল করেন।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে উত্তরের মেয়র প্রার্থী হওয়ায় বিশেষ উপদেষ্টার পদ থেকে অব্যহতি দেন এরশাদ। একপর্যায়ে তিনি নিজেই মেয়রপ্রার্থিতা প্রত্যাহার করে নেন। অব্যহতির পর জাতীয় পার্টির রাজনীতি থেকে দূরে থাকলেও বরাবরই পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন ববি হাজ্জাজ। শেষ পর্যন্ত তাকে একই পদে পুনর্বহাল করে জাতীয় পার্টিতে ফিরিয়ে নেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের সময় নির্বাচন বর্জনের পর জাতীয় পার্টির চেয়ারম্যানকে সিএমইএইচে ভর্তি করানো হলে পার্টির চেয়ারম্যানের পক্ষে মুখপাত্র হিসেবে নির্বাচনের বিরুদ্ধে বিবৃতি দিয়ে আলোচনায় আসেন ববি হাজ্জাজ। তিনি দেশের ধর্নাঢ্য ব্যক্তি প্রিন্স মুসার ছেলে।