কমেছে শতভাগ পাস করা কলেজের সংখ্যা
স্টাফ রিপোর্টার
পাসের হার আর জিপিএ ৫ পাওয়ার সংখ্যা কমার পাশাপাশি কমেছে শতভাগ পাস করা কলেজের সংখ্যাও। এ বছর সারাদেশে শতভাগ পাস করেছে ১ হাজার ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে গতবার এ সংখ্যা ছিল ১ হাজার ১৪৭টি। সে হিসাবে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৪টি। ২০১৩ সালে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৪৯টি। গতকাল রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৫ সালের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপরই তিনি ফলাফলের সংক্ষিপ্তসার ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন। এরপর থেকেই কলেজের নোটিশ বোর্ড, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যায়।
২০১৫ সালের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। ৮৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সারাদেশের ২ হাজার ৪১৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এ ছাড়া বিদেশে ৭টি কেন্দ্র থেকে ২৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এবার বাংলা প্রথম পত্র, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রসহ মোট ২৫টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় সৃজনশীল প্রশ্নে।
এদিকে, বিগত কয়েক বছরের রীতি ভেঙে এবার সব বোর্ডের সেরা প্রতিষ্ঠান নির্বাচন করছে না শিক্ষা মন্ত্রণালয়। সেরা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর 'নোংরা' প্রতিযোগিতার কারণে এ রীতি ভাঙছে বলে সমপ্রতি জানিয়েছেন শিক্ষামন্ত্রী।