রাজধানীতে ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
রাজধানীর আগারগাঁওয়ে ট্রাক চাপায় পড়ে মারা গেছেন জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী। তিনি মিরপুর গাবতলী এলাকায় থাকতেন। নিহত জাহাঙ্গীর হোসেনের বাবার নাম আব্দুল আজিজ। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের দূর সম্পর্কের ভাই হাফিজুর রহমান জানান, শনিবার রাতে আগারগাঁও আইডিবি'র সামনে রাস্তা পারাপারের সময ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন জাহাঙ্গীর। স্থানীয় এক ভ্যানচালক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৫টার দিকে মারা যান।
তার পকেটে পাওয়া মোবাইল থেকে পরিবারের লোকজনের নম্বর নিয়ে খবর দিলে স্বজনরা এসে তার লাশ শনাক্ত করেন।