রাজনীতিকদের একে অন্যকে শ্রদ্ধা করা উচিত : বি. চৌধুরী
স্টাফ রিপোর্টার
বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, রাজনীতিকদের একে অন্যকে শ্রদ্ধা করা উচিত। শ্রদ্ধা করলে কেউ ছোট হয় না। ঘৃণা করলে কেউ বড় হয়না। একে অন্যের সহনশীলতায় আমাদের রাজনীতি করতে হবে। গতকাল রোববার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফেনী সমিতি মিলনায়তনে মুসলীম লীগের এক আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় তিনি একথা বলেন। এ সময় তিনি শিশু হত্যা ও নারী ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, 'শিশু ও নারী ধর্ষণের সঙ্গে জড়িতদের ট্রাইব্যুনালে বিচার করতে হবে। ছয় মাস বা এক বছরের মধ্যে সাজা নিশ্চিত করতে হবে। তবে এ ক্ষেত্রে আমরা পুলিশের ব্যর্থতা মানতে রাজি নই। অপরাধীদের শাস্তির জন্য পুলিশের স্পেশাল ফোর্স গঠনের আহ্বান জানান।
রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, 'রাজনীতি পেশা না হলেও রাজনীতিকে আমরা পেশা হিসেবে বেছে নেই। রাজনীতি থেকে ফায়দা লুটার চেষ্টা করি। রাজনীতি থেকে আমরা যাতে ফায়দা লুটতে না পারি সে জন্য আমরা আগামি নির্বাচনে কোরআনের ওপর হাত রেখে বলবো 'আমরা কোনো দুর্নীতি ও খুন করব না।
সরকারের উদ্দেশে বলেন, 'শিশু হত্যা ও নারী ধর্ষণের জন্য এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার, কতজনকে বিচার ও কতজনকে ফাঁসি দিয়েছেন তার হিসাব জনগণকে দিতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন মুসলীম লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মোত্তালিব আকন্দ, মহাসচিব কাজি আবুল খায়ের, অতিরিক্ত মহাসচিব আলহাজ সালাম সেলিম প্রমুখ।