রাজধানীর মতিঝিল আইডিয়াল কলেজে স্মরণকালের ফল বিপর্যয় হয়েছে। ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় আইডিয়াল কলেজের ২৫ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। মতিঝিল আইডিয়াল কলেজ থেকে গতকাল রোববার দুপুরে প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়।
কলেজ সূত্রমতে, ২০১৫ সালে মতিঝিল আইডিয়াল কলেজ থেকে ১০৮৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬২৪ জন, বাণিজ্য বিভাগ থেকে ৩০৪ ও মানবিক বিভাগ থেকে ১৫৬ পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
প্রকাশিত ফল অনুযায়ী, ৬২৪ জন বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর মধ্যে দু'জন অকৃতকার্য হয়েছে। ১৫৬ জন মানবিক বিভাগের পরীক্ষার্থীর মধ্যে ২০ জন ও ৩০৪ জন বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীর মধ্যে তিনজন অকৃতকার্য হয়েছে।
কলেজ সূত্রমতে, এবারই প্রথম বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে আইডিয়াল কলেজ থেকে দুই শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। মানবিক বিভাগে ২০ জন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনাও এখন পর্যন্ত কলেজটিতে ঘটেনি।