মানবিকে ফলাফল বিপর্যয় ঘটেছে
স্টাফ রিপোর্টার
মানবিক বিভাগে আবারো ফলাফল বিপর্যয় ঘটেছে। উচ্চ মাধ্যমিকের ফলাফল আটটি সাধারণ শিক্ষাবোর্ডে মানবিক বিভাগে পাসের হার মাত্র ৫৭ দশমিক ৯৯ শতাংশ। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, আটটটি সাধারণ শিক্ষাবোর্ডে মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সর্বোচ্চ ৪ লাখ ৪৪ হাজার ৮৮৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ২ লাখ ৫৭ হাজার ৯৯৫ জন। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৪৩ জন। পাসের হারের দিক থেকে প্রথম অবস্থানে আছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগ থেকে সর্বনিম্ন সংখ্যক ১ লাখ ৫১ হাজার ২৫৯ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৭ দশমিক ৬৬ শতাংশ পাসের হারে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৬৪ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৫৫৬ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭১ দশমিক ৯২ শতাংশ। মোট ২ লাখ ৮০ হাজার ৩২৯ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১ হাজার ৬২৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭২২ পরীক্ষার্থী। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'উচ্চ মাধ্যমিকের ফলাফল খারাপ হওয়ার মূল কারণ রাজনীতিক অস্থিরতা। পরীক্ষার আগের তিন মাস যেখানে পরীক্ষার্থীরা অতিরিক্ত ক্লাস করে, সেখানে তারা নিয়মিত ক্লাসও করতে পারেনি। সৃজনশীল প্রশ্ন বুঝতে না পারাটাও ফল খারাপ হওয়ার পিছনে কাজ করেছে।'
এবার বাংলা প্রথম পত্র, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রসহ মোট ২৫টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় সৃজনশীল প্রশ্নে।