অজ্ঞানপার্টি ও ছিনতাইকারীর খপ্পরে ২ ব্যবসায়ী
স্টাফ রিপোর্টার
রাজধানীর সায়েদাবাদে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তার নাম জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৩৫)। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটেছে। অজ্ঞান পার্টির লোকজন তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা, একটি মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার শেরহলি গ্রামে বলে জানিয়েছেন তিনি। ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসারত জাহাঙ্গীর জানান, পটুয়াখালীতে তার একটি আইসক্রিমের কারখানা আছে। কারখানার জন্য একটি পাম্প কিনতে তিনি ঢাকায় এসেছিলেন। বাসের মধ্যে তিনি হাল্কা শুকনো খাবার খেতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান অবস্থায় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। তিনি জানান, তাকে সায়েদাবাদ টার্মিনালে পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশ ফাঁড়ির আনসার সদস্য আবদুল আজিজ তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।
এদিকে যাত্রাবড়ীর বৌ বাজার এলাকায় রোববার ভোরে একটি ছিনতাইয়ের ঘটনায় ছুরিকাহত হয়েছেন মশিউর রহমান (৩৮) নামের এক মুরগীর ব্যবসায়ী। তার বাসা মানিকনগর বালুর মাঠ এলাকায়।
তিনি জানান, ভোর সোয়া ৫টার দিকে যাত্রাবাড়ির ধলপুর বৌবাজার এলাকায় মুরগীর আড়তে যাওয়ার সময় ৩/৪জন ছিনতাইকারী তার পথরোধ করলে তিনি চিৎকার চ্যাচামেচি করেন। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢামেকে নিয়ে আসে।