শিশু রাকিব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
স্টাফ রিপোর্টার
খুলনার মোটর মেকানিক শিশু রাকিব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশন। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতা-কর্মীরা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে এভাবে নির্যাতন করে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাত্যাকারীরা যেই হোক না কেন, তাদের ফাঁসি দিয়ে নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে হবে। বক্তরা বলেন, দিন দিন মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। বিকৃত মস্তিকের মানুষেরই এমন জঘন্য হত্যাকান্ড ঘটাতে পারে। একের পর এক জঘন্য এসব হত্যাকান্ড ঘটিয়ে আসামিরা যেন কোনোভাবেই পার না পেয়ে যায়, সে বিষয়ে সবার সচেতন দৃষ্টি রাখারও আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশ নেন-বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সহ সাধারণ সম্পাদক জহির আলী, আল ইসলাম, ঢাকা জেলা মোটরযান ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের জসিম উদ্দিন ও আবদুল হামিদ? প্রমুখ। গত সোমবার বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেওয়া (কমপ্রেসার) মেশিনের নলের মুখ শিশু রাকিবের (১২) মলদ্বারে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শিশু সিরাজুম মনির খানের হত্যাকারীদের শনাক্ত ও শাস্তির দাবি:
এদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে একই সময় অন্য একটি মানববন্ধনে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিরাজুম মনির খানের হত্যাকারীদের শনাক্ত করার পাশাপাশি বিচারের দাবি জানিয়েছেন সৈয়দপুর এলাকাবাসী। এ মনাববন্ধনে বক্তারা বলেন, নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সিরাজুম মনির। বেশ কিছুদিন হলো তাকে নৃশংসভাবে হত্যা করা হলেও তার হত্যাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি। খুব দ্রুত সিরাজুম মনির হত্যাকারীদের শনাক্ত করে সরকারের কাছে কঠোর শাস্তির দাবিও জানান তারা।