এমপির সঙ্গে নবীন-প্রবীণের মিলনমেলা
স্টাফ রিপোর্টার
রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নবীন-প্রবীণ নেতাকর্মীদের চাঙ্গা করার লক্ষে ব্যতিক্রমধর্মী মিলনমেলা ঘটিয়েছেন ঢাকা-৫ আসনের এমপি আলহাজ হাবিবুর রহমান মোল্লা এমপি। গতকাল রোববার বিকালে যাত্রাবাড়ীর নুর কমিউনিটি সেন্টারে ডেমরা-যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা ও মতবিনিময় সভা করেছেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ নেতাকর্মীরা বলেছেন, দলে এখন আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। তাই মূল্যায়ন করা হচ্ছে না। এসব অভিযোগের জবাবে হাবিবুর রহমান মোল্লা বলেন, আওয়ামী লীগ থেকে আপনাদের মূল্যায়ন করা হয়নি, এটা সঠিক নয়। আমি প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-৫ আসনের প্রত্যেক নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করি এবং তাদের খোঁজখবর নেই। তিনি বলেন, এমপি হিসেবে নয়, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনারা সবসময় যেকোনো ধরনের সমস্যা আমাকে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকার জন্য। আর আপনাদের প্রতি আমার অনুরোধ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশবাসীর কাছে তোলে ধরবেন।
এর আগে ডেমরা-যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের (ছাত্রলীগ-যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ,মৎসজীবী লীগ) আলোচনা সভায় প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর সমাগমে মিলনমেলায় পরিণত হয়। নবীন-প্রবীণ নেতাকর্মীদের আগমনে চাঙ্গা কর্মীদের ফুরফুরে অবস্থায় দেখা গেছে।
বৃহত্তর ডেমরা থানার সাবেক ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, প্রধান আলোচক ছিলেন ডেমরা-যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।