চ্যারিটি ম্যাচে জয় পেলো বুলবুল-রাজ্জাক-গাজীর দল
স্পোর্টস ডেস্ক
নেপালে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আয়োজিত চ্যারিটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে নেপাল জাতীয় দলের বিপক্ষে ৩৭ রানের জয় পেয়েছে বিশ্ব একাদশ। এ ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলেন বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী। কুয়ালা লামপুরের কিনারার ওভালে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বিশ্ব একাদশের অধিনায়ক সনাথ জয়াসুরিয়া। কিন্তু নেপাল দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ বড় স্কোর করতে পারেনি বিশ্ব একাদশ। ১৯ দশমিক ৪ বল মোকাবেলা করে ১৩৫ রানেই অলআউট হয়ে যায় বিশ্ব একাদশ। দলের পক্ষে মার্কাস স্টনিস ৪৮, ভেনুগোপাল রাও ২৩, আহমেদ ফাইজ ১৮, আব্দুর রাজ্জাক ৭ বলে অপরাজিত ১৬ রান করেন। এছাড়া জয়সুরিয়া ৬, চেতন সুরিয়াওয়ানসি ৪, স্টিভ ও'কেফি ৪, সোহাগ গাজী ৩, আমিনুল ইসলাম ২ ও রশিদ লতিফ ১ রান করেন। জবাবে ৪ বল বাকী রেখেই ৯৮ রানে অলআউট হয়ে যায় নেপাল। দলের পক্ষে সবর্োচ্চ ১৭ রান করে করেন অনিল মন্ডল ও রাজু রিজাল। বিশ্ব একাদশের পক্ষে সুরেশ নাভারাতনাম ৩টি, রাজ্জাক ও জয়সুরিয়া ২টি করে উইকেট নেন। এছাড়া সোহাগ ১টি উইকেট নিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার পান বিশ্ব একাদশের স্টনিস। বিশ্ব একাদশের দলটি মূলত গঠন করা হয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে। এই দলে আরো ছিলেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ ও অস্ট্রেলিয়ান স্পিনার স্টিভ ও'কিফ।