সাঙ্গাকারা এ যাবতকালে শ্রীলঙ্কার সেরা ব্যাটসম্যান : জয়াবর্ধনে
স্পোর্টস ডেস্ক
অবসরের পথে থাকা কুমার সাঙ্গাকারার প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে তাকে এ যাবতকালে দ্বীপ রাষ্ট্রটির 'গ্রেটেস্ট ব্যাটসম্যান' হিসেবে অভিহিত করেছেন শ্রীলংকা দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। আগামী বুধবার শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন টেস্টে ১২ হাজার এবং ওয়ানডেতে ১৪ হাজারের বেশি রান করা সাঙ্গাকারা। দীর্ঘ দিনের সতীর্থের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক একান্ত সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক জয়াবর্ধনে বলেন, 'আমি স্পষ্ট করেই বলছি। এ যাবতকালে শ্রীলংকার সেরা ব্যাটসম্যান সাঙ্গাকারা। আমার মত অধিকাংশ শ্রীলংকানের মতেই অরবিন্দ ডি সিলভা একজন সেন্টিমেন্টাল ফেবারিট হিসেবে বিবেচিত হবেন। তবে নাম্বারের দিক থেকে একমাত্র সাঙ্গাকারই ফেনোমেনাল কিছু অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা ৬০ এর বেশি (টেস্টে ৩৮ ও য়োনডেতে ২৫)। এই অবিশ্বাস্য সংখ্যাগুলোর দিকে তাকান।'