গ্রেনাডার কোচ ৪ ম্যাচ বহিষ্কৃত
স্পোর্টস ডেস্ক
ম্যাচ অফিসিয়ালদের সাথে খারাপ আচরণের দায়ে গ্রেনাডার পুরুষ জাতীয় ফুটবল দলের কোচ এ্যান্থনী মডেস্টকে চার ম্যাচের জন্য বহিষ্কার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। একই অপরাধে তাকে দশ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। গত ২৩ আগস্ট সুইস চেয়ারম্যান ক্লডিও সালসারের নেতৃত্বাধীন চার সদস্যের ফিফা ডিসিপ্লিনারি কমিটি মডেস্টের বিপক্ষে এই সিদ্ধান্ত নেয়। গ্রেনাডা ফুটবল এসোসিয়েশন (জিএফএ) চলতি সপ্তাহে ফিফার এই সিদ্ধান্ত কার্যকর করে। গত জুনে পুয়ের্তো রিকোর বিপক্ষে বিশ্বকাপে প্রিলিমানিরি রাউন্ডের প্রথম লেগের ম্যাচে ম্যাচ অফিসিয়ালদের সাথে বিরোধের জের ধরে অসৎ আচরণের দায়ে ও ফিফার কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে মডেস্টকে অভিযুক্ত করা হয়।