
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক মাইকেল ক্লার্ক। ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলেই ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়াকে হতাশ করে এরই মধ্যে ৫ টেস্টের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টেস্টে তারা মাইকেল ক্লার্কের দলকে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারিয়েছে। চতুর্থ টেস্টে ইংল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর ক্লার্ক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা প্রকাশ করেছেন মিডিয়ার কাছে। তিনি বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আর ক্যারিয়ার লম্বা করতে চাই না। অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচটিই হবে আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। কেননা আমার মনে হয়, বিদায় বলে দেওয়ার এটাই উপযুক্ত সময়।' এ বছর ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আর ফাইনাল ম্যাচ শেষে ওয়ানডেকে বিদায় বলে দেন ক্লার্ক। এবার টেস্ট থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন অবধি জাতীয় দলের হয়ে ১১৪টি টেস্ট খেলেছেন ক্লার্ক। তার ব্যাট থেকে এসেছে ৮৬২৮ রান। এর মধ্যে ২৮টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি রয়েছে তার। আর জাতীয় দলের জার্সি গায়ে ২৪৫টি ওয়ানডে ও ৩৪টি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।