সরকারি জমি দখলের অভিযোগে জলঢাকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় গত শনিবার উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুলের বিরুদ্ধে সরকারি জমি দখল করার অভিযোগ এনে মানবন্ধন করেছে ঐ ইউনিয়নের সাধারণ। পৌরসভার জিরোপয়েন্ট মোড়ে দুপুর ১২টায় শুরু হওয়া মানববন্ধন চলে দুপুর ১টা পর্যন্ত। এ সময় ঐ ইউনিয়নের শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়। মুকুল চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমিদস্যু, সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি ও স্কুলের জমি দখলসহ বিভিন্ন প্রজাতির গাছ কর্তনের অভিযোগ এনে বক্তব্য দেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাসদ সভাপতি গোলাম পাশা এলিচ, যুবলীগ যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির খান (হুকুম আলী) জাসদ নেতা আব্দুস সালাম, যুবলীগ নেতা জাহিনুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা এ সময় স্থানীয় প্রশাসনকে জমি উদ্ধারের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় থানায় যায় বিক্ষুব্ধ জনগণ।
উল্লেখ্য, সমপ্রতি ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত হাটে ইট ব্যবসায়ী আব্দুল লতিফের দোকানঘর রাতারাতি দখল করে নেয় চেয়ারম্যানসহ তার লোকজন।