পাঁচবিবিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক সম্রাট গুলিবিদ্ধ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চম্পাতলী নামক স্থানে গত বুধবার ভোরে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে মাদক সম্রাট সজল হোসেন (৩৫) গুলিবিদ্ধ হয়েছে।
মাদক সম্রাট সজল জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া এলাকার আক্কাছ আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, গত বুধবার ভোরে ২০/২৫ জনের এক দল সশস্ত্র মাদক ব্যবসায়ী ভারত থেকে অবৈধপথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে পাঁচবিবি উপজেলার চম্পাতলী নামক স্থানে অবস্থান করছে এবং এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকদ্রব্যগুলো সরবরাহ করা হবে, এমন গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছিলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে মাদক সম্রাট সজলের দু'পায়ে গুলিবিদ্ধ হয়।