নওগাঁর ধামইরহাটে বিপুল পরিমাণ চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বিপুল পরিমাণ চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মীর্জা মো. আব্দুস ছালামের নেতৃত্বে এসআই জহুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গত বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুকুন্দপুর গ্রামের নারায়ন চন্দ্র কর্মকারের ছেলে স্বপন কর্মকারকে (২৭) ২০০ লিটার চোলাই মদ, মদের ড্রাম ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটক করেছে।
উল্লেখ্য, উক্ত এলাকায় নাম সর্বস্ব একটি এনজিও মুকুন্দপুর গ্রামকে মডেল ভিলেজ ঘোষণা করলেও চোলাই মদের উৎপাতে মুকুন্দপুর গ্রামের উঠতি বয়সের যুবক ছেলেরা নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পরছে।
বর্তমানে ঐ এলাকার মাদক ব্যবসায়ীরা এখন পুলিশি আতঙ্কে আছে। এবিষয়ে ধামইরহাট থানার ওসির সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সংশ্লিষ্ট বিষয়ে থানায় মামলা হয়েছে।