শেরপুরে অপহৃত রাহাতের লাশ উদ্ধার মূল আসামি গ্রেফতার
শেরপুর থেকে জি এইচ হান্নান
অবশেষে ৬ দিন পর প্রথম শ্রেণীর ছাত্র আরাফাত ইসলাম রাহাতের (৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, গত শনিবার দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সীমান্ত ঘেঁষা পর্যটন কেন্দ্র মধুটিলা ইকো পার্ক থেকে মাটি চাপা দেয়া অবস্থায় রাহাতের লাশ উদ্ধার করা হয়। এর আগে অপহরণের সাথে জড়িত মূল আসামি আসলামকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
এ খবর নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম। চাঞ্চল্যকর আরাফাত ইসলাম রাহাত অপহরণ ও পরবর্তীতে হত্যাকা-ের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।