ভান্ডারিয়ায় রাতের আঁধারে সরকারি গাছ কেটে নেয়ায় মামলা
ভান্ডারিয়া প্রতিনিধি
ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারিবুনিয়া ভিপি সম্পত্তির সরকারি গাছ কেটে নেয়ায় গত মঙ্গলবার ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকড়ি ইউনিয়ন ভূমি তহসিলদার পরিমল চন্দ্র।
গত সোমবার রাতের আঁধারে পশারিবুনিয়া গ্রামের আমীর সরদারের ৪ ছেলে মো. জাকির, মো. মনির, মধু, সোলায়মান চারজন মিলে ভিপি সম্পত্তির প্রায় ৫০/৬০ হাজার টাকা মূল্যের মেহগনি, চাম্বল, রেইনট্রি গাছ কেটে নেয়।