দিনাজপুরে খরা সহিষ্ণু জাতের ধানের উপর নারী কৃষকদের প্রশিক্ষণ
দিনাজপুর থেকে শামীম রেজা
দিনাজপুরে বেসরকারী সংস্থা আরডিআরএস'র উদ্যোগে খরা সহিষ্ণু ব্রি-ধান-৫৬ ও ৫৭-এর উৎপাদন বিষয়ক নারী কৃষকদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আরডিআরএস'র উদ্যোগে কৃষক ফোরামের নেত্রী জাহানারা বেগমের সভাপতিত্বে খরা সহিষ্ণু ব্রি-ধানের উৎপাদন কৃষকদের একদিনের প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কৃষক ফোরামের সভাপতি মনি বেগম ও আরডিআরএস'র দিনাজপুরের কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) তপন কুমার সাহা প্রশিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করে বক্তব্য রাখেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন বলেন, খরা সহিষ্ণু ব্রি-ধান-৫৬ ও ৫৭ আগাম উৎপাদনের ফলে বীজতলা থেকে কাটা পর্যন্ত ১২০ দিনে ধান কর্তন করা যায়। আগাম উৎপাদনের ফলে কৃষকরা উক্ত জমিতে রবি শস্য অথবা অন্য কোনো ফসল উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হবেন।