বাগেরহাটে পানিতে ডুবে ও নছিমন চাপায় ২ শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে শান্ত শেখ নামের আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পাইকপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি পাইকপাড়া গ্রামের কালু শেখের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুটির মাতা প্রতিদিনের ন্যায় সাংসারিক কাজে ব্যাস্ত ছিল। এ সময় শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলার ছলে একটি ডোবাই পড়ে যায়। পরে বাড়ির লোকজন অনেক খুঁজাখুঁজির পর ডোবায় ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় নছিমনের চাপায় ৪ বছর বয়সি শিশু অর্পণ রায়ের মৃত্যু হয়েছে। ফকিরহাট থানার এসআই শফিকুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকালে ফকিরহাটের সুকদাড়া এলাকায় নিহত অর্পণ রায়ের পিতা বিমল রায় চৌধুরী মাতার সাথে ঘন শ্যামপুর নিজ বাড়ি থেকে চুলকাঠি বাজারে যাবার জন্য সুকদাড়া পাখির মোড় রাস্তা পার হবার সময় একটি নছিমন চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।